১। জাতীয় ও ধর্মীয় দিবস উদ্যাপন।
২। ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ( সপ্তাহ ব্যাপি)
৩। রমযানের কমৃসূচী = তাফসীর , ইফতার মাহফিল ও কোরআন শিক্ষা কোর্স।
৪। সরকারী ভাবে হজ্জ্ব যাত্রি সংগ্রহ, প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান।
৫। জাতীয় শিশু কিশোর প্রতিযোগীতা (থানা,জেলা,বিভাগীয় ও জাতীয় পর্যায়)।
৬। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা (ক্বিরাত,আযান, হামদ, নাতে রাসুল, ইসলামী গান ,কবিতা আবৃত্তি,
রচনা ও ইসলামি জ্ঞান)।
৭। যুব ও মহিলা মাহফিল, সেমিনার ও আলোচনা সভা।
৮। মসজিদ পাঠাগার স্থাপন ও পরিদর্শন ( বিনা মূল্যে পুস্তক বিতরণ )
৯। মসজিদ পাঠাগারে বিনামূল্যে আলমারী বিতরণ।
১০। মসজিদের ইমামদের বহুমূখী বিষয়ে প্রশিক্ষণ দান।
১১। ইসলামি বুক ক্লাব স্থাপন ও পরিদর্শন ( বিনামূল্যে পুস্তক বিতরণ)।
১২। জাতীয় যাকাত ফান্ড থেকে বৃত্তি ও দুঃস্থদের আর্থিক সাহায্য প্রদান।
১৩। জেলা পর্যায়ে পাঠাগার পরিচালনা।
১৪। জেলা কমিটির মাধ্যমে চাঁদ দেখার সংবাদ প্রেরণ।
১৫। ইমাম সম্মেলন (জেলা,বিভাগীয় ও জাতীয় পর্যায়)।
১৬। ঈদ পূর্ণ মিলন।
১৭। পুস্তক বিক্রয় ও প্রদর্শনী।
১৮। বৃক্ষ রোপন ( ধর্মীয় নেতাদের মাধ্যমে)
১৯। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক, বয়স্ক, কুরআন শিক্ষা
কার্যক্রম বাস্তবায়ন।
২০। বিনা মূল্যে চিকিৎসাসেবা দান ( ইসলামিক মিশনের মাধ্যমে) ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস