Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

১। দারিদ্র বিমোচনে যাকাত আদায় ও বিতরণ কার্যক্রম পরিচালনা।

 

যাকাত আদায় ও বিতরণঃ

(ক) ধনী ও বৃত্তদের নিকট থেকে যাকাত আদায় করণ।

(খ) দূঃস্থ ও গরীবদের মধ্যে যাকাত বিতরণ।

(গ) গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান।

(ঘ)  দুঃস্থ ও গরীব মহিলাদের সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান।

(ঙ) গরীব ও দুঃস্থদের মধ্যে বিকসা ও ভ্যানগাড়ী বিতরণ।

(চ)  দুঃস্থ গরীব বিধবাদের কে হাঁস-মুরগী ও ছাগল-ভেরা পালনের ব্যবস্থা নেয়া

(ছ)  যাকাতের আবেদন অত্র কার্যালয় হতে সংগ্রহ করতে হয়।

 

২। হজ্জ কার্যক্রম পরিচালনা করা।

 

৩। সন্ত্রাস,জঙ্গীবাদ, দুর্নীতি দমন কাজে সহায়তা প্রদান।

 

৪। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সহায়তা প্রদান।

 

৫।  শিশু পাচার ও বাল্য বিবাহ রোধ কার্যক্রম পরিচালনা।

 

৬। মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান।

 

৭।  বিভিন্ন জরীপ কার্যক্রম পরিচালনা করা।

 

৮।   স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রমে সহায়তা করা।

 

৯। বিভিন্ন মন্ত্রণালয়ের দেয়া নির্দেশ বাস্তবায়ন করা।

·       বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত থেকে জাতীয় উন্নয়ন মূলক কার্যক্রম।

 

১০।  ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ  ট্রাষ্টের সুদ মুক্ত ঋণ ও আর্থিক সাহায্য কার্যক্রম পরিচালনা করা।

 

১২। প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগনের মাঠ পর্যায়ে কাজের গূল্যায়ন, বিভিন্ন খামার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধকরণ এবং পুরস্কার

       প্রদানের ব্যবস্থা করা।

 

১৩।  জাতীয় চাঁদ দেখা কার্যক্রম পরিচালনা।

·          জাতীয় চাঁদ দেখা কার্যক্রম

·           প্রতি চন্দ্র মাসের ২৯ তারিখ চাঁদ দেখা কমিটির সভা হয়ে থাকে। সেই দিন চাঁদ উঠা বা না উঠার সংবাদ জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে হয়।

 

১৪।  জাতীয় ও ধর্মীয় দিবস সমূহ উদদযাপন।

 

১৫।  সাধারণ ও মডেল লাইব্রেরী পরিচালনা কার্যক্রম